বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়ায় পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী আহসান হাবিব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা গোপাখালী গ্রামের আবুল কাসেমের ছেলে এবং শিপিং কর্মকর্তা। আজ শুক্রবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০টারদিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পিসিএফ ফিড কোম্পানির সামনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আহসান হাবিব মোটরসাইকেল যোগে খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল ছিটকে সড়কের উপর পড়ে যায়; একই দিক থেকে আসা বেপরোয়া গতির একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তিনি নিহত হন।

এ প্রসঙ্গে চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দীন মজুমদার জানান, মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ক্ষতিগ্রস্থ মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত ভ্যান টি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন