কোন এক গ্রামে বাস করত অনেক শিয়াল। একটি শিয়াল শিকারের খোঁজে গ্রামের মধ্যে ঢুকে গেল। যেতে যেতে চলে গেল এক ধোপা পাড়ায়। তখন ছিল রাত। কেউ জেগে নেই। একাকী হাঁটছে আর হাঁটছে। হঠাৎ পা পিছলে পড়ে গেল ধোপাদের নীলের পাত্রে। সারা গায়ে নীল লেগে গেল। একী সে নিজেকে নিজেই চিনতে পারছে না। মনে মনে ফন্দি আটলো। নিজেই নিজেকে রাজা বলে ঘোষণা করে দিল। জঙ্গলের মধ্যে হাঁটে আর যে প্রাণী সামনে পায় তারে বলে,
: আমি বনের রাজা আমাকে সালাম কর।
পশুরা অদ্ভুত রঙের প্রাণী দেখে ভয় পেয়ে গেল। ভয়ে ভয়ে সালাম করতে থাকে। এমনকি বাঘ, সিংহ, হাতি, ভালুক মোট কথা সব প্রাণী। তবে একটি শিয়ালের মনে সন্দেহ হল। মনে মনে ভাবল এটা মনে হচ্ছে আমাদের স্বজাতি কিন্তু বলার সাহস পেলো না। কৌশল খুঁজতে থাকে। চলতে থাকে শিয়ালের সুন্দর দিন। সব পশুরা তাকে সম্মান করছে। একদিন সব পশুরা একসাথে হল। তাদের রাজা ভাষণ দিবেন। ঠিক তখনই পাশের জঙ্গলে কয়েকটি শিয়াল ডেকে উঠল। রাজা নিজেকে সামলাতে পারলনা। শুরু করলো ডাক। তখনই সবাই চিনতে পারল। বাঘে এক থাবা মারল। তাতেই শেষ।
খুলনা গেজেট/কেএম