বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল। বুধবার (৩ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে রুপসা থানাধীন ইলাইপুর গ্রামস্থ ৯ আনসার ব্যাটালিয়নের পশ্চিশ পাশে মমিনবাগ মুজাহিদ কবিরাজের ভ্যারাইটিজ ষ্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রূপসার খাজাডাঙ্গা এলাকার মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ আরাফাত হোসেন শেখ(৩২) এবং নৈহাটি এলাকার মোঃ আবু বকর শেখের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন তুহিন শেখ(৩০)। এসময় তাদের কাছ থেকে একশ’ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ এক হাজার ২ শ’ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। রাতে র‌্যাব-৬ খুলনার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন