খুলনা, বাংলাদেশ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  শাহজালাল বিমানবন্দর থেকে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক, চলছে জিজ্ঞাসাবাদ
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

লর্ডসে ফাইনালে চোখ ভারতের

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে দুই দিনেই ম্যাচ জিতে ইতিহাস গড়েছে ভারত। অথচ এই জয়ের পরও সমালোচনা শুনতে হচ্ছে কোহলিদের। পিচের সুবিধা নিয়ে ভারত ম্যাচ জিতেছে, এমন আলোচানা-সমালোচনা শেষ না হতেই চতুর্থ ও শেষ ম্যাচে লড়াইয়ে নামছে ভারত ও ইংল্যান্ড। লর্ডসে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত।

এদিকে পিচ নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট শুরুর আগে আজ বুধবার এক সাংবাদ সম্মেলনে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে কোহলি বলেন, ‘পাঁচ দিন টেস্ট চলুক, এর জন্য খেলি, নাকি জেতার জন্য খেলি আমরা। নিউজিল্যান্ডে আমরা তিন দিনে টেস্ট হেরেছিলাম। তখন পিচ নিয়ে কেউ কিছু বলেনি। আমরা নিজেদের ওপর ফোকাস ঠিক রাখি, এটাই আমাদের শক্তি, পিচ নয়। এ বিষয়ে আমরা সততার সঙ্গেই চলি।’

নিউজিল্যান্ড সফরে ভারত ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল। দুটি টেস্টই শেষ হয়েছিল তিন দিনের মধ্যেই। কহোলি আরও বলেন, ‘আমার মনে হয় টার্নিং ট্র্যাক নিয়ে বড্ড বেশি কথা হচ্ছে। উপমহাদেশে স্পিন সহায়ক উইকেট হয়, এই বিষয়টি সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন। তবে আমরা কোনো উইকেট দেখেই কুঁকড়ে যাই না, এটাই দল হিসেবে আমাদের সাফল্যের কারণ। চ্যালেঞ্জ উপভোগ করে আমরা সব সময় উন্নতির চেষ্টা করি।’

ভারতীয় অধিনায়ক পিচ নিয়ে কথা বলতে গিয়ে বিরক্ত হয়ে বলেন, ‘খালি পিচ আর বল নিয়ে কথা হচ্ছে, তা বুঝতে পারছি না। তৃতীয় টেস্টে কোনো দলের ব্যাটসম্যানই ভালো খেলেননি। পিচ খারাপ ছিল বলে এটা হয়েছে তা বিশ্বাস করি না। কমতি ছিল ব্যাটিং স্কিলে।’




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!