দিন যত ঘনিয়ে আসছে, বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েই ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে একে ব্যবহার করে ঠিকই নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আর তিন দিন পর রোববার হোসেপ মারিয়া বার্তোমেউর উত্তরসূরি নির্বাচিত হবেন। এর আগে প্রার্থিতার লড়াইয়ে এগিয়ে থাকা সাবেক প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা সতর্ক করলেন যে, তিনি নির্বাচনে বিজয়ী না হলে মেসি চলে যাবেন বার্সেলোনা থেকে।
প্রচারণার শুরু থেকে লাপোর্তা প্রতিশ্রুতি দিচ্ছেন, মেসিকে ন্যু ক্যাম্পে রাখতে সম্ভাব্য সবকিছু করবেন তিনি। এবার ক্লাব সদস্যদের সোজাসাপ্টা বলে দিলেন, তাকে ভোট না দিলে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আর ধরে রাখা যাবে না। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী টনি ফ্রেইক্সা ও ভিক্তর ফন্তের সঙ্গে টিভি বিতর্ক চলাকালে লাপোর্তা এই সতর্কবাণী শোনান।
২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা লাপোর্তা বলেছেন, ‘লিওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক এবং আমি যে প্রস্তাবনা তাকে দিবো, সেটা সে বিবেচনা করবে। যদি আমি না জিতি, তাহলে নিশ্চিত যে লিও বার্সেলোনায় থাকবে না।’
তিনি আরও যোগ করেছেন, ‘আমি যে প্রস্তাব তাকে দিবো, সেটা সে অবশ্যই ভাববে। আমি যতটুকু বঝতে পারছি অন্য প্রার্থীরা জিতলে মেসি বার্সেলোনায় থাকবে না। বোর্ডে ফ্রেইক্সার সময়ে সে সুখে ছিল না।’ মেসিকে অর্থ দিয়ে পরিচালিত করা যাবে না মনে করছেন লাপোর্তা, ‘সে শুধু অর্থ দিয়ে পরিচালিত হয় না। সে জেতার জন্য একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দল চায়। আমি নিশ্চিত সে আমার প্রস্তাব শুনবে।’
খুলনা গেজেট/কেএম