Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঈদ-উল-আযহার লিরিক

গাজী আবদুল্লাহেল বাকী

স্বপ্নে আদেশ পেয়ে খোদার
ভাবেন নবী খলিল,
জবাই দিতে প্রাণের প্রিয়
বলেন আল্লা-জলিল।

আকুল হৃদে করেন চিন্তা
ইব্রাহিম এর মর্ম,
মানতে হবে ঐশী আদেশ
এটাই সত্য ধর্ম।

ইসমাইলে দিবেন জবাই
সাধের পুত্রধন,
চালান ছুরি তাহার গলে
কঠিন শপথ পণ।

হলো রহিত পুত্র জবাই
দুম্বা এক বেহেশতী,
কোরবাণী দেন নবী খলিল
যেমন রবের মতি।

’ঈদ-উল-আযহার’ অর্থ হলো
অহং-গর্বের বলিদান,
সেই নিয়তে কোরবাণী ঈদ
সত্য-ত্যাগের জয়গান।

হিংসা গর্ব ভুলে যেয়ে
রাঙবে ঈদে মন,
দূর্নীতি সব রাখবে দূরে
সামনে যতেক সন।

ঈদের জামাত শেষ হলে ’পর
প্রাণের তোরণ খুলি,
উদার মনে দিবেন জবাই
হালাল পশুগুলি।

ত্যাগের শক্তি উৎস ঈদের
শান্তি বয়ে আনে,
এই কাসিদা প্রাণ পেল তাই
ঈদ-উল-আযহার শানে।

 

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন