বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

জেএমবি সদস্য রাজু হাওলাদারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্য রাজু হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার (২৮ ফেব্রুয়ারি ) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি ভোর ৫ টায় গোবরচাকা গাবতলা মোড়ের নুরুজ্জামানের বাড়ি থেকে রাজু হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আবজাল হাওলাদারের ছেলে। এ মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাইলে, আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, রাজু হাওলাদার গ্রেপ্তার হওয়ার সময় পুলিশের কাছে স্বীকার করে তিনি জেএমবি’র সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ফেসবুক ও বিভিন্ন সোস্যাল মিডিয়ার পোস্ট পড়ে নিজে এবং অপরকে জঙ্গিবাদে উদ্ধুদ্ধ করে আসছে।

তিনি আরো জানান, সোনাডাঙ্গা থানায় এ ব্যাপারে মামলা হয়েছে, যার নং- ৩৬।

খুলনা গেজেট/সাগর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন