Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দিবানিশি স্বপ্নের খেলা

মিজানুর রহমান তোতা

আত্মপ্রত্যয়সিদ্ধ মনোভাবে অটল স্বচ্ছন্দ গতি।
হৃদয়ের গভীর ক্ষতে চুপিসারে ঢুকে নাড়া দেয়।
ভালোবাসার আসক্তির তৃঞ্চা।

সময়ে আচ্ছন্ন জটিলস্পর্শে অদ্ভুত এক অনুভুতি।
গভীর অনুভবে প্রেমময় জীবনের সন্ধানে কাতর।
প্রস্ফুটনে অচ্ছেদ্য বন্ধন।

অরণ্যের নৈঃশব্দ মাড়িয়ে সমুদ্রের তলে স্বপ্নরাশি।
রক্তের স্রোতে আশাভঙ্গের রূপ লাবন্যঘেরা স্বস্তি।
চরম আঘাতের অন্তর্বাস।

জ্বলন্ত আলোকপাত অবগাহনে দৃষ্টি পাল্টালো।
দিনের সঙ্গে রাতের যুদ্ধে ক্লান্ত অবসন্ন দেহ।
জীবন সত্যের উম্মোচন।

বৈচিত্রহীন রূপায়িত স্বপ্নের বেড়াজাল ছিন্নভিন্ন।
অবিশ্বাসী প্রেতাত্মার দৃশ্যছবি নাড়া দেয় স্পষ্ট।
স্মৃতির বাতি জ্বলজ্বল।

একাকিত্বের হাহাকারের আত্মকথন অন্তর্ভেদী।
বিশেষত্ব বিশ্লেষণে শূন্যতার মোড়কে পদচিহ্ন।
অনুভবে অবাস্তব চেহারা।

নাটকীয় কাহিনী বিস্তৃত অস্থির মানদন্ডে বন্দি।
রুদ্ধশ্বাস উম্মাদনায় ছটফট গড়াগড়ি বিছানায়।
খেলছি দিবানিশি স্বপ্নের খেলা।

লেখক : কবি ও সাংবাদিক।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন