বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিরাজ ও মোঃ ফাহাদ।

পুলিশ জানিয়েছে, আফিল গেট থেকে রূপসা সেতুগামী একটি ট্রাক সাতক্ষীরা (ট-১১-০২৩৭) আড়ংঘাটা এলাকায় একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ মোটর সাইকেল আরোহী নিহত হন। ট্রাকটিকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম জানান, ঘটনাস্থলেই দুই যুবক মারা গেছেন। ঘাতক ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন