খুলনার ফুলতলায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন বৃহস্পতিবার বেলা ১১টায় ফুলতলা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় অপরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় ভোক্তা অধিকার আইনে মিছরী দেওয়ান শাহ সড়কে শ্যামা মিষ্টান্ন ভান্ডারকে ৬ হাজার ও রফিক সড়কে বলাই মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা ধার্য্য ও আদায় করা হয়।
খুলনা গেজেট/ টি আই