খুলনার ডুমুরিয়ার মাগুরাঘোনায় কাঞ্চনপুর ঈদগার মোড় থেকে ঘোষড়া অভিমুখে যাওয়ার সরকারী রাস্তার উপর লাগানো লক্ষ লক্ষ টাকার শিরিস গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সংবাদে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে গাছ গুলো জব্দ করা হয়েছে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, কাঞ্চনপুর ঈদগাহ মোড় থেকে ঘোষড়া অভিমুখে যাওয়ার সরকারি রাস্তার উপর শত শত শিরিস গাছ লাগানো রয়েছে। কিন্তু তালা উপজেলার রঞ্জু ব্যাপারী নামে এক ব্যক্তি গত প্রায় ১মাস ধরে ৫০টিরও বেশি গাছ কেটে নিয়েছে। এলাকাবাসি আরও জানায় যে গাছ গুলো কাটা হয়েছে তার প্রত্যেকটি গাছের মূল্য ৩০হাজার টাকারও বেশি। তবে রঞ্জু ব্যাপারী জানান অনুমতি নিয়ে গাছ কাটা হচ্ছে।
এ সংবাদে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদের নির্দেশে বয়ারসিং ভূমি অফিসের অফিস সহকারি রেজাউল ইসলাম মন্টু ঘটনাস্থলে যেয়ে ওখানে থাকা গাছ গুলো জব্দ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ খুলনা গেজেটকে বলেন, আমি জানার পরে গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছে। কোন দপ্তরের অনুমতি রয়েছে কিনা এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, তালা উপজেলা থেকে গাছ কাটা শুরু করে। আমাদের অংশে প্রবেশের সাথে সাথেই বন্ধ করে দেয়া হয়েছে।
খুলনা গেজেট/ টি আই