মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য প্রদান, প্রভাত ফেরী ও আলোচনা সভা।
সকালে শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, উপজেলা উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা ভাইস চেয়াররম্যান মোঃ আলী রেজা বাচা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধুরীর নেতৃত্বে পুস্পমাল্য প্রদানের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। প্রভাত ফেরীটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে শেষ করে। পরে উপজেলা অডিটোরিয়ামে ভাষা শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আহসানউল্লাহ চৌধুরী ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
দিঘলিয়া উপজেলা আ’লীগের সভাপতি খান নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ, বিএনপির উপজেলা আহবায়ক মোঃ সাইফুল রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক গাজী জাকির হোসেন এবং যুবদল নেতা খান রাজিবুল হোসেন রাজুর নেতৃত্বে বিএনপি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।
খুলনা গেজেট/এনএম