মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সেখ সালাহউদ্দিন জুয়েলের সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র এবং খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর সহধর্মিনী শাহানা ইয়াসমিন সম্পা ও ছোট পুত্রের সুস্থতা কামনা করে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মসজিদে বাদজুম্মা দোয়া অনুষ্ঠিত হয়। বর্তমানে সংসদ সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা টাউন জামে মসজিদে দোয়া অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন টাউন মসজিদের খতিব মাওলানা মোঃ আবু সালেহ। দোয়া অনুষ্ঠানে সর্বস্তরের মুসল্লীরা অংশ নেন।সূত্র : তথ্যবিবরণী।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন