ডুমুরিয়া সদরে আরাজি ডুমুরিয়ায় ১৬ দলীয় ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে রাসেল ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন। হালদার বাড়ি মাঠে বৃহস্পতিবার সকাল ১১ টায় এ খেলার উদ্বোধনী ম্যাচ শুরু হয়।
সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ রানা নান্টু, ওয়ার্ডের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোড়ল, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম, আব্দুল করিম হালদার, ছওকত হালদার, ফরিদ জোয়াদ্দার, শিমু আক্তার, আবুল হোসেন মোল্লা, রবিউল মোল্লা, কৌশিক আনাম, হারুনুর রশীদ বাবু প্রমুখ। আজিম মোল্লা, আনিস শেখ, জাকিরুল মোল্লা, ইলিয়াস শেখ, সাব্বির, রানা, মুজাহিদুল ইসলাম, বাদশা, আব্দুল্লাহ, রাজু, ইনাদুল, ওবায়দুল্লাহ, আজারুল ও আরাফাত হোসেনের প্রচেষ্টায় দিনরাত খেলা শেষে রাত দেড়টায় আরাজি ডুমুরিয়ার রাসেল ক্রিকেট একাদশ নোয়াকাঠী ক্রিকেট একাদশকে হারিয়ে চুড়ান্ত পুরস্কার লাভ করেন।
নোয়াকাঠী ক্রিকেট একাদশ নির্ধারিত ৮ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান সংগ্রহ করে। জবাবে আরাজি ডুমুরিয়া রাসেল একাদশ ৫ ওভার ৪ বলে মাত্র ৩ উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌছে যায়। ম্যাচে ব্যাটে বলে সমান নৌপুন্য দেখিয়ে বিজয়ী দলের অভি জোয়াদ্দার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খুলনা গেজেট/কেএম