মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে আহত ১

ডুমুরিয়া প্রতিনিধি

জমিজমার বিরোধকে কেন্দ্র করে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের পূর্ব বিল পাবলা গ্রামের পঙ্কজ রায় (৫৬) গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী ও আহত ব্যক্তিসূত্রে জানা গেছে, পূর্ব বিল পাবলা গ্রামের মৃত অমূল্য রায়ের ছেলে পঙ্কজ রায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় পূর্ব বিল পাবলা মন্দিরের পাশে তার নিজের ক্ষেতে আলু তুলতে যায়। সেখানে আলু ক্ষেতে ঘেরা দেখে কালিপদ সরকারের কাছে কারণ জানতে চাইলে, সে ওই জমির মালিকানা দাবি করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে কালিপদ ও আশুতোষ মিলে লাঠি-সোটা দিয়ে পঙ্কজ রায়কে বেদম মারপিট করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।

এ প্রসঙ্গে পঙ্কজ রায় বলেন, “আমার আলু ক্ষেত ঘেরার কারণ জানতে চাইলে এক পর্যায়ে কালিপদ ও আশুতোষ আমাকে বেদম মারপিট করায় আমার মাথায়, হাতে ও বুকে রক্তক্ষরণ হয়েছে। আমরা আড়ংঘাটা থানায় অভিযোগ করেছি।”

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন