মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মাদক মামলায় যুবকের পাঁচ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় সুজন বিশ্বাস (২৫) নামের এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জ‌রিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তি‌নি খুলনা ফুলতলা উপজেলার দ‌ক্ষিণ ডিহির সাইদুল বিশ্বাসের ‌ছেলে।

বৃহস্প‌তিবার (১৮ ফেব্রুয়ারি) খুলনা সি‌নিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ম‌শিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামী সুজন আদালতে উপ‌স্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ অক্টোবর সন্ধ্যা ৭ টা ২৫ মি‌নিটে র‌্যাব ফুলতলা দ‌ক্ষিন ডিহী আইয়ান জুট মিলের সামনে অ‌ভিযান চা‌লিয়ে সুজন বিশ্বাসের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করে। ওই দিন সি‌নিয়র ওয়ারেন্ট অ‌ফিসার মে‌াঃ গোলবর রহমান বা‌দি হয়ে ফুলতলা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন, যার নং ১৩। একই বছরের ২৩ নভেম্বর ফুলতলা থানার এসআই মোঃ মাহমুদ হাসান সুজন বিশ্বাসকে আসা‌মি ক‌রে আদালতে চার্জশীট দা‌খিল করেন। রাষ্ট্রপক্ষে মামলা‌টি প‌রিচালনা করেন এড. এনামুল হক।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন