বাগেরহাটে ভরাট হয়ে যাওয়া ও স্থানে স্থানে দখলে থাকা দুইটি খাল উদ্ধার ও পুনঃখনন কাজ শুরু হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর বৃহত্তর খুলনা-যশোর জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোজাফফপুর মৌজার কলের খাল ও বুধোর খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান সর্দার নাসির উদ্দীন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদিয়া সুলতানা, ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনি মল্লিক, ঠিকাদার মোঃ ফারুক তালুকদার সহ স্থানীয় সুবিধাভোগীরা।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, (বিএডিসি) বাগেরহাট এর উপ সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে খাল দুইটি প্রায় ভরাট হয়ে ছিলো। ফলে কয়েকটি স্থানে খালের জায়গা ব্যক্তি মালিকানাধীন জমির সাথে মিশে যায়। এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে খাল দুইটি এক কিলোমিটার করে মোট দুই কিলোমিটার পুনঃখনন করা হচ্ছে। খনন কাজে এলাকার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি।
খুলনা গেজেট/ টি আই