নড়াইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩১ তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। সোমবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে এই উপলক্ষে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় আয়োজনের বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।
এসময় নড়াইল জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, টুর্ণামেন্ট কমিটির সভাপতি ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি নূরুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহম্মেদ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাদারন সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিকুর রহমান মিকু জানান, ১৬ ফেব্রুয়ারী নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এক্সিম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নড়াইলের মত ছোট জেলায় জাতীয় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক নড়াইল জেলাসহ দেশের ১২টি জেলা ও দল অংশগ্রহণ করবে।
১৬ ফেব্রুয়ারী বিকাল তিনটায় চারদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন এক্সিম ব্যাংক লিমিটেডের পরিচালক লেঃ কর্ণেল (অবঃ) সিরাজুল ইসলাম বীরপ্রতিক।
খুলনা গেজেট/ টি আই