মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ভ্যান চালকের আত্মহত্যা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা ৫নং ওয়ার্ডের বাসিন্দা শেখপাড়া (পাকার মাথা) সেকেন্দার শেখ (৫৫) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সেকেন্দারের ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

পারিবারিক ও এলাকাবাসীর সূত্রে জানা যায় ১৩ ফেব্রুয়ারী শনিবার সন্ধা থেকে তাঁকে বাড়ীতে পাওয়া না গেলে অনেক খোজাখুজির পর রাত ১১টার দিকে তার ছেলে বসত ঘরের আড়ার সাথে পিতাকে ঝুলতে দেখে চিৎকার দিলে এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
এলাকাবাসী আরও জানায় গিলাতলা মৃত মোকলেছ শেখ এর পুত্র সেকেন্দার শেখ ভ্যান চালিয়ে কলা’র ব্যবসা করে দিনাতিপাত করতো। সম্প্রতি তাঁর স্ত্রী আমেনা খাতুন আশা সমিতি থেকে মোটা অংকের ঋণ গ্রহন করায় স্বামী সেকেন্দার শেখ ঋণের টাকা পরিশোধের চাপে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন