মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

আধুনিক কপিলমুনির রূপকারের তিরোধান দিবস উপলক্ষে খাদ্য বিতরণ

কপিলমুনি প্রতিনিধি

বিনোদ স্মৃতি সংসদের আয়োজনে আধুনিক কপিলমুনির রূপকার দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৮৬তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও খাদ্য বিতরণ উৎসব-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় কপিলমুনি ধান্যচত্ত¡র চাঁদনীতে বিনোদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি এড. দিপঙ্কর সাহার সভাপত্বিতে ও সহ-সম্পাদক তাপস কুমার সাধুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু।

এসময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ভার্চুয়ার প্লাটফর্মে ভারত থেকে যোগ দেন রায় সাহেব বিনোদ বিহারী সাধুর পৌত্র গৌতম কুমার সাধু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধন চন্দ্র ভদ্র, রামপ্রসাদ পাল, বিধান চন্দ্র ভদ্র, বিনোদ সংসদের সহ-সভাপতি এড. জয়ন্ত কুমার পাল, সাধারণ সম্পাদক বিধান বিশ্বাস, সহ-সম্পাদক জয়ন্ত কুমার সাধু, সুকুমার অধিকারী ও নিমাই কুমার প্রমুখ। আলোচনা সভা পরিসমাপ্তি অন্তে এলাকার নবীন প্রবীণদের সমন্বয়ে খাদ্য সামগ্রী বিতরণ আসন বসিয়ে মনোরম পরিবেশে পরিবেশনের মাধ্যমে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষ্যে বিনোদগঞ্জ গোষ্ঠবিহারী খাদ্য বিতরণ কেন্দ্র, গোলকবিহারী ও সরোজিনী খাদ্য বিতরণ কেন্দ্রে এককভাবে দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ উৎসব পালিত হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন