মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

করোনা মোকাবেলায় ‘আটাক’র উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস মোকাবেলায় অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব খুলনা (আটাক) এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগরীর শিববাড়ি মোড়ে এই মাস্ক বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আটাক-এর উপদেষ্টা ডা. শেখ মোঃ রেজোয়ান ও এজাজ আহমেদ চৌধুরী সুমন, আটাক-এর সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক এস এম ওয়াসিম মেহবুব, কোষাধ্যক্ষ শাকুর মাহমুদ শোভন, সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জেল হোসেন বাবুল, সহ-সভাপতি মাহফুজা আকতার জারা, শেখ মামুন হোসেন ও নাজমুন নাহার রুনু, যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ নূর ইসলাম রকি ও মেরাজ হোসেন, সদস্য মোঃ আবদুল বাকী, শাদ খান।

সংগঠনের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন