খুলনা, বাংলাদেশ | ২৪ বৈশাখ, ১৪৩১ | ৭ মে, ২০২৪

Breaking News

  জিম্বাবুয়েকে ৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ
  হজ ভিসা ইস্যুর মেয়াদ ১১ মে পর্যন্ত বৃদ্ধি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের : হাব
  টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে কাভার্ডভ্যান-ট্রা‌ক সংঘ‌র্ষে চালক নিহত

দশ মাসে করোনায় সর্বনিম্ন প্রাণহানি

গেজেট ডেস্ক

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত‌্যু হয়েছে। যা গত ১০ মাসের মধ‌্যে সবচেয়ে কম। এর আগে গত বছরের ৬ মে এর চেয়ে কম তিনজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃতের সংখ‌্যা দাঁড়ালো ৮ হাজার ২৫৩ জনে।

গত ২৪ ঘণ্টায় আরও ৪০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট ৫ লাখ ৩৯ হাজার ৯৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হলো।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪২২ বাংলাদেশি করোনামুক্ত হয়েছেন। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৬ হাজার ৩৯৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!