চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের দুই বিপজ্জনক ব্যাটসম্যানের একজন ছিলেন এনক্রুমাহ বোনার। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়বারের চেষ্টাতেও সেঞ্চুরি হলো না তার। ৭৪ রানে অপরাজিত খেলতে নামা এই ডানহাতি ব্যাটসম্যানকে ৯০ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ।
গুরুত্বপূর্ণ উইকেটটি পেলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। জশুয়া ডা সিলভার অপরাজিত হাফ সেঞ্চুরিতে ম্যাচে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। বোনারের সঙ্গে ৮৮ রানের জুটি গড়ার পর আলজারি জোসেফের সঙ্গে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে অবদান রেখেছেন ডা সিলভা। ৭০ রানে অপরাজিত তিনি, অন্য প্রান্তে ৩৪ রানে খেলছেন আলজারি। দ্বিতীয় দিন প্রথম সেশনে এক উইকেটের বিনিময়ে ১০২ রান করেছে সফরকারীরা। ৫ উইকেটে ২২৩ রানে দিন শুরু করেছিল তারা।
সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১১৯ ওভারে ৩২৫/৬ (ডা সিলভা ৭০*, আলজারি ৩৪*)
আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০
খুলনা গেজেট/এনএম