মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রতিরোধ ভাঙলেন তাইজুল, পঞ্চম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মিরপুরে ফিল্ডিং করছে বাংলাদেশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

টস: টস জিতে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।

স্কোর: ওয়েস্ট ইন্ডিজ ১৮২/৫ (৭৪ ওভার)

ব্যাটিং: জশুয়া ডি সিলভা ২ ও এনক্রুমার বোনার ৫৪

আউট: জন ক্যাম্পবেল ৩৬, শেইন মোসলে ৭, ক্রেইগ ব্র্যাথওয়েট ৪৭, কাইল মায়ার্স ৫, জার্মেইন ব্ল্যাকউড ৩৬।

আবারও তাইজুল

ব্রেক থ্রু মানেই তাইজুল ইসলাম। উদ্বোধনী জুটি ভাঙার পর এবার তাইজুল ব্রেক থ্রু এনে দিলেন পঞ্চম উইকেটে। চা-বিরতির পর বোলিংয়ে এসে তৃতীয় ওভারে তাইজুল পেলেন উইকেট। বিপজ্জনক হয়ে ওঠা বোনার ও ব্ল্যাকউডের ৬২ রানের জুটি ভেঙে বাংলাদেশকে পঞ্চম সাফল্য দিলেন বাঁহাতি স্পিনার। ব্ল্যাকউড তাইজুলের প্রায় সোজা বল খেলতে গিয়ে ফিরতি ক্যাচ দেন। একটু আগে শট খেলেছিলেন ডানহাতি ব্যাটসম্যান। একটু ড্রাইভ দিলে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন তাইজুল। ৭৭ বলে ২৮ রানে ব্ল্যাকউড সাজঘরে ফেরেন। তার আউটের সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৭৮।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন