ডুমুরিয়ার চুকনগরে র্যাবের অভিযানে অবৈধ পলিথিন উদ্ধার ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-৬ এর খুলনার সিনিয়র এ এস পি মাহাবুবুল আলম জানান, র্যাব-৬ এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়। র্যাব-৬ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাদির শাহ নাদিমের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর শহরের বটতলা এলাকায় জনৈক দুলাল সরকারের ভাড়াটিয়া শম্ভু সাধুর গুদাম থেকে নিষিদ্ধ ঘোষিত (৫৫ মাইক্রোনের কম পুরুত্ব সম্পন্ন) পলিথিন ২৮০ কেজি পলিথিন উদ্ধার করা হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ আইন/১৯৯৫ (সংশোধিত)২০১০ এর ৬/ক ধারা অনুযায়ী শম্ভু সাধুকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অপর এক অভিযানে স্থানীয় একটি ফিলিং ষ্টেশনে জ্বালানী তেল পরিমাপে কম দেয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৬ এর খুলনার সিনিয়র এএসপি মাহাবুবুল আলম এবং বিএসটিআই খুলনার পরিদর্শক মোঃ মঈনুদ্দিনসহ র্যাব-৬ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
খুলনা গেজেট/কেএম