কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপসার আয়োজনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ভার্মি কমপোস্টের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্বল্প-বাহিরদিয়া ফুটবল মাঠে বিকেল ৩ টায় অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক মো. হাসান ওয়ারিসুল কবীর, উপ-পরিচালক, মো. নজরুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক ( উদ্যান), মোতাহার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক( উদ্ভিদ সংরক্ষণ), তৌহিদীন ভূঁইয়া।
রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্ত্বে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মমতাজ উদ্দিন মোল্লা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহমান, হিমাংশু রায়, জেহাদুল ইসলাম শেখ, সোহেল রানা, কৃষক ইদ্রিস গোলদার, কৃষাণী ফিরোজা বেগম প্রমুখ।
মাঠ দিবসে বক্তারা ভার্মি কমপোস্ট উৎপাদনের উপর গুরুত্ব প্রদান করেন।
খুলনা গেজেট/ এমএইচবি