মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বড় ভাইয়ের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার বড় ভাই আব্দুল্লাহ মোল্লা’র দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার যোহর বাদ নগরীর তারের পুকুরস্থ আল হেরা জামে মসজিদে মহরুমের নামাজে জানাজা শেষে সিদ্দীকীয়া মহল্লায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

মরহুম আব্দুল্লাহ মোল্লা গতকাল মঙ্গলবার রাত ১০ টায় নগরীর রয়াল মোড়স্থ নিজস্ব বাসভবনে অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন