মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দুর্বৃত্তদের হামলায় বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক আহত

নিজস্ব প্রতিবেদক

দুর্বৃত্তদের হামলায় খুলনার সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০) আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা হয়। তিনি নগরীর দৌলতপুরের পাবলা মোল্লার মোড়ের মোঃ মতিয়ার রহমান মুন্সীর ছেলে।

আহত কলেজ শিক্ষক জানান, প্রতিদিনের ন্যায় কলেজের কাজ শেষ করে তিনি বি এল কলেজ রোড এলাকার সোনালী ব্যাংকের সামনে বিকাল সাড়ে ৪ টার দিকে পৌছালে দেখেন দুইজন ছেলে মেয়ে বসে অশ্লীল কার্যকলাপ করছে। তখন তাদের বলেন, “তোমরা এখান থেকে চলে যাও। এর আগেও তোমাদের এখানে অশ্লীল কার্যকলাপ করতে দেখেছি এবং এখানে বসতে মানা করেছি।”  এরপর ওই ছেলে মেয়েকে চলে যেতে বললে ছেলেটি রাগান্বিত হয়ে ফোন করে লোকজনকে ডেকে এনে শিক্ষক মোহাম্মদ আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে তার মাথায় জখম হয়। পরে তার আত্মীয় স্বজনকে খবর দিলে ঘটনাস্থলে এসে তার আত্বীয় স্বজন ও কলেজের শিক্ষকরা  উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন। সন্ধ্যা সোয়া ৬ টায় তাকে সার্জারী ( ১) বিভাগে ভর্তি করা হয়। আহত শিক্ষকের সিটিস্ক্যান করা লাগবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন