মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মাদকদ্রব্যসহ পাঁচ বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ ৫ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা হলো সোনাডাঙ্গার ইউনুছ মল্লিকের ছেলে শাহজাহান হিরু (৪৮), গোপালগঞ্জের মোকসেদ মিয়ার ছেলে হৃদয় মুন্সি (২২), খালিশপুরের শেখ মনিরুল ইসলামের ছেলে শেখ রবিউল ইসলাম রবি (২৮), ঝালকাঠির মোঃ মহারাজ আকনের ছেলে মোঃ পায়েল আকন (২১) ও খুলনা সদরের মোঃ আশ্রাব সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৪১)। ২ জন আসামী পলাতক রয়েছে। মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং ১৬ বোতল ফেন্সিডিল আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ও পলাতক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা করা হয়েছে।

উল্লেখ্য,  এসময়  দু’জন মাদক ব্যবসায়ি পালিয়ে যায়। ওই  দু’জন পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন