মানুষ ও প্রকৃতি রক্ষায় জলাভুমি সুরক্ষা ও পানি ব্যবস্থাপনার দাবী জানিয়ে বটিয়াঘাটায় পালিত হলো বিশ্ব জলাভূমি দিবস ২০২১। দিবসটি উপলক্ষ্যে ওয়াল্ড পিস মিশন এবং ন্যাচার এন্ড বায়োডায়র্ভাসিটি কনজারভেশন সোসাইটির সহযোগিতায় আজ মঙ্গলবার ৯ ফেব্রুয়ারি বটিয়াঘাটা উপজেলা সদরে স্থানীয় উন্নয়ন সংস্থা লোকজ ও বটিয়াঘাটা কৃষক ফেডারেশন এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, সিপিবি নেতা অশোক সরকার, বিআরডিবির চেয়ারম্যান এস এস ফরিদ রানা, ইউপি সদস্য ও প্যালেন চেয়ারম্যান দীপ্তি রাণী মল্লিক, বটিয়াঘাটা মৈত্রী কৃষক ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ, সহসভাপতি মনছুর আলী শেখ ও প্রভাষক তাপস মল্লিক প্রমুখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্যের সবচেয়ে সমৃদ্ধ উদাহরণ হলো জলাভূমি। ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘জলাভূমি ও পানি’। জলাভূমির অপরিসীম গুরুত্ব অনুধাবন করে ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে পরিবেশবাদী সম্মেলনে জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হয়। এটি রামসার কনভেনশন চুক্তি বলে পরিচিত। সেই থেকে ০২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৯২ সালে আমাদের সুন্দরবনকে রামসার কনভেনশন কর্তৃক আন্তর্জাতিকভাবে স্বীকৃত (রামসার সাইট) জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য, কৃষি, মৎস্যসহ নানা ক্ষেত্রে এক অবিচ্ছেদ্য অংশ হলো জলাভূমি। সুতরাং জলাভূমিকে রক্ষা করতে সরকার ও জনগণের প্রতি বক্তরা আহ্বান জানান।
খুলনা গেজেট/ টি আই