বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

এক বছরে আওয়ামী লীগের আয় বেড়েছে ৩৫ শতাংশ

গেজেট ডেস্ক

এক বছরে আওয়ামী লীগের আয় ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ। নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে আলোচনা ও আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে গিয়ে একথা জানান তিনি।

নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে আলোচনা ও আয়ব্যয়ের হিসাব জমা দিতে এসে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, গত ১ বছরে দলের আয় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ২০১৯ সালে দলের আয় হয়েছে, ২১ কোটি ২ লক্ষ ৪১ হাজার ৩৩০ টাকা। ব্যয় হয়েছে, ৮ কোটি ২১ লক্ষ ১ হাজার ৫৭৫ টাকা। দলের সর্বমোট নগদ অর্থ রয়েছে ৫০ কোটি ৩৭ লক্ষ ৪৩ হাজার ৫৯৩ টাকা। মনোনয়নপত্র বিক্রি, অফিস ভাড়া, সদস্যদের চাঁদা থেকে এ অর্থ অর্জিত হয়েছে।

তিনি আরো জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে দলের মতামত লিখিত আকারে জমা দেয়া হয়েছে। সে সম্পর্কে কিছু জানাতে চান না তারা। এ সময় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বগুয়া উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন