এক বছরে আওয়ামী লীগের আয় ৩৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন দলটির প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ। নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে আলোচনা ও আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে গিয়ে একথা জানান তিনি।
নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে আলোচনা ও আয়ব্যয়ের হিসাব জমা দিতে এসে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, গত ১ বছরে দলের আয় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ২০১৯ সালে দলের আয় হয়েছে, ২১ কোটি ২ লক্ষ ৪১ হাজার ৩৩০ টাকা। ব্যয় হয়েছে, ৮ কোটি ২১ লক্ষ ১ হাজার ৫৭৫ টাকা। দলের সর্বমোট নগদ অর্থ রয়েছে ৫০ কোটি ৩৭ লক্ষ ৪৩ হাজার ৫৯৩ টাকা। মনোনয়নপত্র বিক্রি, অফিস ভাড়া, সদস্যদের চাঁদা থেকে এ অর্থ অর্জিত হয়েছে।
তিনি আরো জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধন আইন নিয়ে দলের মতামত লিখিত আকারে জমা দেয়া হয়েছে। সে সম্পর্কে কিছু জানাতে চান না তারা। এ সময় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বগুয়া উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট / এমএম