ভোরের আলো ফোটার আগেই একটু একটু করে আকাশে কালো মেঘ জমতে শুরু করে। সকাল থেকেই ছিল আকাশ মেঘলা। এরপরেই হঠাৎ করেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নেমে আসে শহরের বুকে। সকাল ৮ টার পর হঠাৎ খুলনায় বৃষ্টি শুরু হয়। এতেই ভিজে গেছে গোটা শহর। আরও শীতল হয়েছে প্রকৃতি।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালের এক পশলা বৃষ্টিতে শহরের পিচঢালা পথের সঙ্গে ভিজেছে শীতে রুক্ষ হয়ে যাওয়া সবুজ পাতারা। প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি। তবে হঠাৎ বৃষ্টির কারণে দূর্ভোগে পড়তে হয়েছে খেটে খাওয়া শ্রমজীবী ও অফিসগামী মানুষকে।
সকাল থেকেই খালিশপুর, টুটপাড়া, বড় খালপাড়, খানজাহান আলী রোড, ময়লাপোতা মোড়, দৌলতপুর, জোড়াগেট, ফেরিঘাট মোড়, শিববাড়ি মোড়সহ খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে।
খুলনার আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, আকাশে মেঘ জমার কারণে খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টপাতের পরিমাণ সকাল ৯ টা পর্যন্ত একবার রেকর্ড করা হয়। সকাল ৮টায় শুরু হওয়া বৃষ্টি বেলা ১২ টা পর্যন্ত ২ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আস্তে আস্তে আকাশ পরিস্কার হয়ে যাবে বলে তিনি জানিয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বলা হয়েছে- উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।
ফলে ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।
খুলনা গেজেট/এনএম