শুক্রবার তাইজুল ইসলাম বলেছিলেন, ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট। তবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ লক্ষ্যটা দিতে চায় ৩৫০। সেই লক্ষ্য ছোঁয়ার খুব কাছে বাংলাদেশ। চতুর্থ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। ৩২০ রানে এগিয়ে বাংলাদেশ। মুমিনুল হক রয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরির পথে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৩ রানে অপরাজিত বাংলাদেশ অধিনায়ক। লিটন দাস ৩৮ রানে অপরাজিত রয়েছেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ২৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতা পুষিয়ে দিতে শনিবার চতুর্থ দিনের শুরুটা দারুণ করেন মুমিনুল-মুশফিক। তবে রাকিম কর্নওয়ালের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মুশফিক। কর্নওয়ালের তৃতীয় শিকার হয়ে মুশফিক (১৮ রান) ফিরলে ভাঙে ৪০ রানের জুটি। মুশফিক ফেরার কিছুক্ষণ পরই টেস্ট ক্যারিয়ারের চতুর্দশ ফিফটি তুলে নেন মুমিনুল। মাঠে নেমে দ্রুত রান তোলায় মনযোগী হন লিটন দাস। মুমিনুল-লিটনের পঞ্চম উইকেট জুটিতে এরই মধ্যে যোগ হয়েছে ৭৬ রান।
শুক্রবার তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলামও (৫ রান) ফেরেন কিছুক্ষণ পরই। মুমিনুল হক ও মুশফিকুর রহীমের কল্যাণে তৃতীয় দিনটা স্বস্তি নিয়েই শেষ করে বাংলাদেশ (৪৭/৩)।
খুলনা গেজেট/এনএম