মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা সহ আটক ১৮

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১৮ জনকে অঅটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ৬০ সেট, ২ টি চাদর এবং নগদ ৫৪,৮৬০/= (চুয়ান্ন হাজার আটশত ষাট) টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্রে জানাযায়, আটককৃত আসামীরা হলেন, মোঃ মোকিদ হোসেন(৪৮), পিতা-মৃত আব্দুল জব্বার খান, সাং-খানজাহান আলী রোড, শান্তিধাম মোড়, হোল্ডিং নং-৩২৪, খোকনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা সদর, মোঃ মাসুদ রানা(২৭), পিতা-মোঃ খালেক বিশ্বাস, সাং-আইচগাতী, থানা-রূপসা, জেলা-খুলনা, মোঃ খালেকুজ্জামান খান ওরফে ফিরোজ(৬২), পিতা-মৃত: নাসির আহম্মেদ খান, সাং-মিয়াপাড়া নতুন রাস্তা, হোল্ডিং নং-১৬, থানা-খুলনা সদর, কাজল সরকার(৪০), পিতা-মৃত: চিন্তাহরণ সরকার, সাং-রংপুর (সরদারপাড়া), থানা-আড়ংঘাটা, শেখ আল আমিন ইসলাম(৪৮), পিতা-মৃত: শামসুর রহমান, সাং-মেসাঘুনা (শেখপাড়া), থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, মোঃ মাসুদ গাজী(২৫), পিতা-মোঃ আলেক গাজী, সাং-গেদোনপাড়া, টুটপাড়া, হাবিব সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা-খুলনা সদর, মোঃ আবুল হাসান মোড়ল(৩১), পিতা-মোঃ আঃ মান্নান মোড়ল, সাং-মহেশ্বরীপুর, থানা-কয়রা, জেলা-খুলনা, শেখ আকবার হোসেন(৪৯), পিতা-মৃত শেখ আশরাফ হোসেন, সাং-ফুলতলা, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, মোঃ ফেরদৌস ইসলাম(৫০), পিতা-কেরামত আলী বিশ্বাস, সাং-গিমাডাঙ্গা পূর্বপাড়া, থানা-টুঙ্গীপাড়া, জেলা-গোপালগঞ্জ, মোঃ হাফিজ জমাদ্দার(৪৫), পিতা-মোঃ হাবিব জমাদ্দার, সাং-আইচগাতী পেশকারের ভিটা, থানা-রূপসা, জেলা-খুলনা, মোঃ লুৎফর রহমান সানা(৫৩), পিতা-মৃত: আলী আকবর সানা, রহমতনগর, থানা-রূপসা, জেলা-খুলনা, মোঃ কামরুজ্জামান বিশ্বাস(৪৫), পিতা-মৃত: এস আলম বিশ্বাস, সাং-সিদ্দিকিয়া মহল্লা, বানরগাতী, খোকনের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা মডেল, মোঃ ফারুক আহম্মেদ মল্লিক(৫১), পিতা-মৃত: ইশা মল্লিক, সাং-শিরগাতী, থানা-রূপসা, জেলা-খুলনা, মোঃ মনিরুজ্জামান(৬৩), পিতা-মৃত: নূর মোহাম্মদ মল্লিক, সাং-আমড়াপাড়া, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, মোঃ মাফুজুর রহমান(৫৩), পিতা-মৃত: সৈয়দ আলী, সাং-হরিণটানা মধ্যপাড়া, থানা-লবণচরা, শেখ সাহেদ আলী(৬০), পিতা-মৃত: আমজাদ আলী, সাং-পিসি কলেজ রোড, থানা-বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, মোঃ শহিদুল ইসলাম(৪৩), পিতা-মৃত: ইশারত মোল্লা, সাং-বয়রা পুলিশ লাইন্স এর পাশে, মহিবুল ইসলাম এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-খালিশপুর এবং মোঃ মাহাফুজুল হক(৬৫), পিতা-মৃত: নূর আলী, সাং-সোনাডাঙ্গা ২য় ফেইজ, বাড়ী নং-৩৫২, রোড নং-০২, থানা-সোনাডাঙ্গা মডেল। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন