মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরের বিভিন্ন জায়গা থেকে মাদকসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

আটকেরা হলেন, বটিয়াঘাটা উপজেলার কাতিয়া নাংলা গ্রামের মো. গনি বিশ্বাসের ছেলে মো. মিনারুল বিশ্বাস(২২), শার্শা উপজেলার মাঠপাড়া গ্রামের মৃত মনিরুজ্জামানের ছেলে মুনসুর আলী(৩৬) একই গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে জাকির হোসেন মন্টু(৩৮), খালিশপুরের নয়াবাটিয়া গ্রামের মো. হাবিবুর রহমান খানের ছেলে মো. সুজন খান(২৫), গোয়ালপাড়া বঙ্গবাসি স্কুল এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে মো. আসিফ ইকবাল(৩৬)।

পুলিশ জানায়, মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১৭০ বোতল ফেন্সিডিল, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় চারটি মাদক মামলা রুজু করা হয়েছে। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি  ।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন