মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বটিয়াঘাটায় বোরো-তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

বটিয়াঘাটা প্রতিনিধি

ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বটিয়াঘাটার কৃষকরা বোরো চাষে আগ্রহী হয়ে উঠছে। গত বছর ২০১৯-২০ মৌসুমে বটিয়াঘাটা উপজেলায় বোরো চাষ হয়েছিল ৪৬১৫ হেক্টর জমিতে। এবার ২০২০-২১ বোর মৌসুমে বোরো আবাদ হচ্ছে ৬০০০ হেক্টর জমিতে।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান, উফসী জাতের বোরো চাষের লক্ষ্য মাত্র ধার্য হয়েছে ২৬০০ হেক্টর জমিতে, অন্য দিকে হাইব্রিড জাতের বোরো আবাদের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩৪শ হেক্টর জমিতে। তিনি আরো জানান, কৃষকরা ধানের ভাল দাম পাওয়ায় বোরো আবাদের দিকে ঝুঁকছে। ইতো মধ্যে লক্ষ্যমাত্রার সিংহ ভাগ জমিতে চাষ সম্পন্ন হয়েছে। তিনি আরো জানান, তরমুজে গত বছর সফলতা লাভের পর এ বছর কৃষকরা দ্বিগুন পরিমান জমিতে তরমুজ চাষ করছে। গত বছর উপজেলায় তরমুজ চাষ হয়েছিল ৭৮০ হেক্টর জমিতে, চলতি বছর জমির পরিমান বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ হেক্টরে। চাষের কার্যক্রম পুরোদমে চলছে। বটিয়াঘাটা উপজেলা মূলত পূর্বে এক ফসলি অঞ্চল ছিল। কৃষি দপ্তরের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমানে আমন সহ বোরো ও তরমুজ চাষ করে কৃষকরা স্বামলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাদের এ সাফল্যে কৃষি দপ্তর গর্বিত।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন