শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

কচুয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ১১ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে যৌননিপীড়নের অভিযোগে মোঃ সাইফুল শেখ (৪৫) নামের এক ব্যক্তির নামে মামলা হয়েছে। সোমবার রাতে নির্যাতনের শিকার কিশোরীর মা বাদী হয়ে কচুয়া থানায় এ মামলা দায়ের করেন। মঙ্গলবার দুপুরে ওই কিশোরীকে আদালতে হাজির করা হয়েছে। মো.সাইকুল শেখ(৪৫) কচুয়া উপজেলার বারুইখালী গ্রামের হোসেন আলী শেখের ছেলে।

এজাহার সূত্রে জানাগেছে, গত ৩১ জানুয়ারি উপজেলার বারুইখালী গ্রামের বাগানের মধ্যে কিশোরীকে একা পেয়ে পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে কিশোরীর চিৎকারে তার মা ছুটে আসলে মো.সাইকুল শেখ পালিয়ে যায়।

নির্যাতিত মেয়েটির চাচা বলেন, বাগানের মধ্যে আমার মানসিক প্রতিবন্ধী ভাতিজিকে একা পেয়ে সাইকুল শেখ ধর্ষনের চেষ্টা করে। পরে আমার ভাতিজির চিৎকারে তার মা চলে আসলে সাইকুল দৌড়ে পালিয়ে যায়।

এবিষয়ে মো.সাইকুল শেখের ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.শেখ শহীদুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে আমি মেম্বর প্রার্থী সে কারনে আমার ভাইকে জড়িয়ে এ মামলা করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেষে কিশোরীর জবানবন্ধী গ্রহণ ও বয়স পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন