করোনাকালে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও মাঠে ক্রিকেট ফিরিয়েছে বিসিবি। চলছে আন্তর্জাতিক সিরিজও। বায়োবাবলের মতো কঠিন ও একঘেয়ে ব্যবস্থাও ক্রিকেটাররা মেনে নিয়েছেন।
খেলোয়াড়-কোচিং স্টাফদের কোভিড মুক্ত রাখতে আয়োজক বোর্ডগুলোও তৎপর। এরপরেও দু-একটি সিরিজ মাঝপথে বন্ধ হয়েছে একাধিক ক্রিকেটার কোভিড আক্রান্ত হওয়ায়। অনাকাঙ্খিত বিষয়গুলো এড়াতে প্রতিটি দেশেই আছে কোভিড প্রোটোকল।
আগামি মাসে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছিলো কোয়ারেন্টাইনের নানা নিয়মের কারণে। তবে এ বিষয়ে বেশ উদার নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টাইনে থাকাকালীন অনুশীলনের সুবিধা পাবে বাংলাদেশ ক্রিকেট দল। পরিকল্পনাও হয়েছে সে ভাবেই। দেশটির ক্রিকেট বোর্ডের সাথে এমনই কথা হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
নিউজিল্যান্ডের ভিসা প্রক্রিয়াও বেশ জটিল ও সময় সাপেক্ষ। তবে করোনা বাস্তবতা মেনে বাংলাদেশ দলের জন্য এবার সেসব নিয়ম শিথিল করেছে নিউজিল্যান্ড সরকার। ভিসাও দিচ্ছে অনলাইনে। তবে, চার্টার্ড বিমানে যাওয়ার যে কথা শুনা যাচ্ছিল তা হচ্ছে না বলে জানালেন নিজামউদ্দীন চৌধুরী সুজন। বলেন, ক্রিকেটাররা বাণিজ্যিক বিমানেই সফরে যাবে, তবে ট্রানজিট সময় কম হবে।
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। তারপরও সতর্ক দেশটির সরকার। বেশ ক’জন ক্রিকেটার কোয়ারেন্টাইন বিধি লঙ্ঘন করায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাতিলের হুমকিও দিয়েছিলো নিউজিল্যান্ড বোর্ড। এমন পরিস্থিতি এড়াতে চায় বিসিবি।