অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শেন লি বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা সব সময় বিরাট কোহলির ভয়ে থাকে।
ব্রেট লির বড় ভাই শেন লি বলেছেন, আমার কাছে মনে হয় ভারতীয় ক্রিকেটাররা কোহলিকে একটু বেশিই সম্মান দেখায়। তাদের অবস্থা দেখে মনে হয়, সীমার বাইরে এক পা পড়ে গেলেও কোহলির ভয়ে থাকে।
অস্ট্রেলিয়ার সাবেক এ অলরাউন্ডার আরও বলেছেন, ভারতীয় দলের কাছ থেকে কোহলি একেবারে নিখুঁত পেশাদারি পারফরম্যান্স চায়। ভারতীয় ক্রিকেটারদের দেখে মনে হয় ওরা কোহলির ভয়ে থাকে। রাহানের অধীনে আমি নির্ভার একটা দলকেই খেলতে দেখেছি।
সবশেষ অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ৩৬ রানের লজ্জায় পরা ভারত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আজিঙ্কা রাহানের নেতৃত্বে চার টেস্টের সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। দলের এমন পারফরম্যান্সে অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বগুণ নিয়ে প্রশংসা হচ্ছে। অনেকেই বলছেন বিরাট কোহলির পরিবর্তে রাহানে অধিনায়ক হলে ভারতের পারফরম্যান্স আরো ভালো হবে।
এ ব্যাপারে শেন লি বলেছেন, কোহলি কি অধিনায়কত্ব ছেড়ে দেবে? আমার তা মনে হয় না। কিন্তু আমি যদি ভারতীয় দলের নির্বাচক হতাম, তাহলে রাহানেকে দলের অধিনায়ক করতাম। আর কোহলিকে ব্যাটিংয়ের জন্য স্বাধীন করে দিতাম। আমার মনে হয় এমন হলে দলও আরও ভালো খেলত।