মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারী তিন দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ৯০ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার তিন পাচারকারীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ ফেব্রæয়ারি) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন পাবনা জেলার বেড়া গ্রামের নুরুল সরদারের ছেলে বাচ্চু সরদার (৫০), ইব্রাহীম পরমানিকের ছেলে লুৎফর রহমান (৫০) ও যশোর কতোয়ালী বডডাঙ্গা এলাকার রামচন্দ্র বিশ্বাসের ছেলে সৌমিত্র বিশ্বাস (৩২ )।

মামলার তদন্ত কর্মকর্তা মোঃ হানিফ (ওসি তদন্ত, লবনচরা) জানান, ২৮ জানুয়ারি র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে সাপের বিষসহ তাদের আটক করে। এ ঘটনায় ঐ দিন র‌্যাব- ৬ এর ডিএডি জিয়াউল হক বাদী হয়ে লবনচরা থানায় মামলা দায়ের করেন। মামলার অধিকতর তথ্যের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিন মঞ্জুর করেন।

তিনি আরো বলেন এ চক্রটি দীর্ঘদিন ধরে সাপের বিষ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। তাদের কাছে আরো বিষ থাকতে পাওে বলে তিনি ধারণা করছেন।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন