খুলনায় মাদক মামলায় মােঃ মতিয়ার রহমান গাজী ওরফে মতি গাজীকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মােঃ সাইফুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন। এছাড়া ১০ হাজার টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আদালতসূত্রে জানা যায়, রুপসা থানার মামলা নং-০৬, তারিখ-০৭/০১/২০১৯ ইং (জি.আর-০৬/১৯ রুপসা) মামলার এজাহারভুক্ত আসামী মতি গাজীকে ১২শ’ পিচ ইয়াবা নিজ হেফাজতে রাখার অভিযােগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা-৩৬(১) টেবিলের ৯(খ) তে দোষী সাব্যস্ত করে এ দন্ড প্রদান করেন।
আরো জানা যায়, মতি গাজী রুপসা থানার বাগমারা এলাকার মৃত আঃ সামাদ গাজীর ছেলে। ২০১৯ সালের ৭ জানুয়ারি চর রুপসা ছাদভাঙ্গা বরফ কলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ১২শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
উল্লেখ্য, এই আসামীর বিরুদ্ধে রুপসা ও পাইকগাছা থানায় একই ধরণের ১০টি মাদকের মামলাসহ সর্বমােট ১২টি মামলা আছে, রায় ঘােষণাকালে আসামী কোর্টে উপস্থিত ছিল। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম