খুলনা, বাংলাদেশ | ১৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনি রোডম্যাপ দেয়ার আহবান বিএনপির: মির্জা ফখরুল
  চলমান ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহবান প্রধান উপদেষ্টার: প্রেস সচিব
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৮

ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেনের স্মরণ সভা ও দোয়া 

নিজস্ব প্রতিবেদক

আনোয়ার হোসেন ছিলেন একজন ক্যারিশমেটিক নেতৃত্ব, সে মরেও অমর হয়ে রয়েছেন আমাদের মাঝে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন,  আজ থেকে ২২ বছর পূর্বে আমরা হারিয়েছি ছাত্রনেতা আনোয়ার হোসেনকে। মহানগর ছাত্রলীগ তাকে আজও ভুলি নি, তাকে স্মরণ করতে হবে যুগযুগান্তর তার অসামান্য আত্মত্যাগের জন্য। তার শাহাদাৎ বার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি।

এসময় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু ও মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক প্যানেল মেয়র আলী আকবর টিপু। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক শেখ মো: ফারুক হাসান হিটলু, মহানগর আওয়ামী লীগ সদস্য মোঃ আকিল উদ্দীন, মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ।

খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন একেএম শাহজাহান কচি, মীর বরকত আলী, শেখ আব্দুল কাদের, মোঃ শওকত হোসেন, মশিউর রহমান সুমন, মহিদুল ইসলাম মিলন, বাচ্চু মোড়ল, মাসুম উর রশিদ, শহীদ আনোয়ার হোসেন এর বোন রোকসানা ইয়াসমিন ও ভাগ্নে শামসুল ইয়ামিন রাহাত, রাকিব হোসেন, বিপুল মজুমদার, মোস্তফা কামাল, মুক্ত সরদার, ছাত্রনেতা তাজমুল হক তাজু, জব্বার আলী হীরা, ঝলক , জহির আব্বাস, ইয়াসিন আলী, মেহেদী হাসান মান্না, দিদারুল ইসলাম, লাবিব হোসেন মিথুন, কামরুল ইসলাম অপু, এসএম ইমাজ উদ্দীন, মাহামুদুল ইসলাম সুজন, শিকদার রাসেল, শেখ সাকিব, সোহান হোসেন শাওন, তায়েজুল ইসলাম তাজ, ইবনুল হাসান, মাহামুদুর রহমান রাজেস, আব্দুল কাদির সৈকত, তরিকুল ইসলাম তুফান, মেহেদী হাসান স্বপন, বায়েজিদ সিনা, আহানাফ অর্পন, জোয়েব সিদ্দীকি, সাগর মিত্র চিন্ময়, মোঃ সাইফ্লু ইসলাম, সাজু দাশ, মশিউর রহমান বাদশা, জিসান আরাফাত, ইমরান হোসেন বাবু, শেখ সাবিক আশফাক নাইম, শংকর কুন্ডু, সরদার ফাহাদ হোসেন সুজন, মহিউদ্দীন হাওলাদার জনি,  ওমর কামালা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মুফতি মো: রফিকুল ইসলাম। সূত্র : প্রেস রিলিজ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!