সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) খুলনা জেলা কমিটির আয়োজনে এবং ৪টি উপজেলা বটিয়াঘাটা, দাকোপ, ডুমুরিয়া, দিঘলিয়া উপজেলা কমিটির সদস্যদের সমন্বয়ে শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় বিআইএম ভবনে মিলনায়তনে প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হয়।
মানবাধিকার সংগঠন শারি ও হিউম্যানিটিওয়াচ-এর সহযোগিতায় সুনাম খুলনা জেলা কমিটির সভাপতি সাংবাদিক সুনীল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম সোহেল ইসহাক সঞ্চালনায় প্রীতি সম্মিলনীতে অতিথি হিসাবে শারির এডভোকেসী সমন্বয়কারী রঞ্জন বকশী নুপু, প্রকল্প সমন্বয়কারী বিষ্ণু পদ দাস, হিউম্যানিটিওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, সাংবাদিক রিংটন মন্ডল, পিরোজপুর রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মইনুল আহসান মুন্না, বেসরকারী সংস্থা স্বদেশ সাতক্ষীরা’র নির্বাহী পরিচালক মাধব দত্ত।
কর্মী সম্মিলনীতে আরো বক্তৃতা করেন ডুমুরিয়া সুনাম কমিটির ভগিরথ মন্ডল, দিঘলিয়ার বেনজির আহমেদ মুকুল, বটিয়াঘাটা উপজেলা সুনাম কমিটির প্রদ্যুৎ রায়, দাকোপ উপজেলার সাগর সেন প্রমুখ।
এসময় খুলনা জেলা সুনাম কমিটি ৪ উপজেলা সুনাম কমিটির ১ জন করে সেরা ৪ জন কর্মীকে এবং শারি’র এডভোকেসী সমন্বয়কারী, শারি সংস্থা’কে বিশেষ সম্মাননা প্রদান করেন।
খুলনা গেজেট/এনএম