খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে দূর্যোগপূর্ণ এলাকা ঘোষণা ও টেকসই বেঁড়িবাধ নির্মাণের দাবিতে বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে গঠন করা হয়েছে খুলনা জেলা জলাবায়ু পরিবর্তন বিষয়ক অধিপরামর্শ ফোরাম।
বৃহস্পতিবার বিকেলে নিরালাস্থ আইআরভি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। পরিবর্তনের প্রধান নির্বাহী নাজমুল আজম ডেভিডকে আহবায়ক ও আইআরভির সহযোগি সমন্বয়কারী মেরিনা যুথীকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ সুরক্ষা মঞ্চের আহবায়ক এড. কুদরত ই খুদা।
বক্তৃতা করেন মাসাসের নির্বাহী প্রধান শামীমা সুলতানা শীলু, বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র সাংবাদিক এইচ এম আলাউদ্দীন ও খলিলুর রহমান সুমন, আইআরভির সমন্বয়কারী কাজী জাভেদ খালিদ জয়, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, সিডিপির এম এম এ রহিম, নারী নেত্রী এড. পপি ব্যানার্জী, নাগরিক নেতা এস এম ইকবাল হোসেন বিপ্লব, এড. নুরুনাহার পলি প্রমূখ।
সভার আয়োজক হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স। সূত্র : খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম