মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

অর্থ আত্মসাত : কৃষি ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনার ফুলতলার কৃষি ব্যাংকের সাবেক তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে খুলনা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো: ফয়সাল কাদের বাদী হয়ে এ মামলা করেন।

মামলার আসামীরা হলেন, ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার সাবেক ব্যবস্থাপক মো: আজিজুর রহমান, সাবেক ব্যবস্থাপক কে এম জাকারিয়া এবং সাবেক পরিদর্শক সৈয়দ হাসমত আলী।

দুদকের সূত্র জানায়, ২০০৯ সাল থেকে ২০১৪ সালে খুলনা জেলার ফুলতলা উপজেলার বাংলাদেশ কৃষি ব্যাংক শাখায় গ্রাহকদের ৮৪ লাখ ৪৪ হাজার ৫’শ টাকা প্রতারণার মাধ্যমে জালিয়াতি করা হয়েছে। পরস্পর যোগসাজসে ৬২টি ভূয়া ঋণগ্রহিতার হিসাবের মাধ্যমে সৃজনপূর্বক ঋণ মঞ্জুর বিতরণপূর্বক জালিয়াতি হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো: ফয়সাল কাদের জানান, দীর্ঘদিন তদন্ত করার পর তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। সবাই পলাতক আছে।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন