সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

জাতীয় দলে নতুন ভূমিকায় আবদুর রাজ্জাক

ক্রীড়া ডেস্ক

জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পেয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা স্পিনার আবদুর রাজ্জাক রাজ। বুধবার (২৭ জানুয়ারি) বিসিবির অনলাইন সভায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে তৃতীয় নির্বাচক হিসেবে রাজ্জাককে দায়িত্ব দেয়া হয়। বিসিবির মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আবদুর রাজ্জাক রাজকে নির্বাচকের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল গত বছরেই। তবে মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ এই বাঁ হাতি স্পিনার ঘরোয়া ক্রিকেটকে গুডবাই না জানিয়ে এই প্রস্তাবে তাৎক্ষনিকভাবে সম্মতি দেননি। তবে শেষ পর্যন্ত ওই অবস্থানের পরিবর্তন হয়েছে।

২০১৮ সালের পর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা আবদুর রাজ্জাক রাজকে বুধবার বিসিবির পরিচালনা কমিটির সভায় নির্বাচক হিসেবে বেছে নেয়া হয়। ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ ছাড়াও রাজ্জাক ১৩টি টেস্ট, ১৫৩টি ওয়ানডে ও ৩৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ওয়ানেতে বাংলাদেশে সবার আগে ২’শ উইকেটের মাইলস্টোন ছোঁয়ার রেকর্ডটি তারই। সব মিলিয়ে ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট। দ্বি-পাক্ষিক এক সিরিজে সর্বাধিক ১৫ উইকেটের রেকর্ডটাও তার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট ক্লাবে প্রথম বাংলাদেশি বোলার রাজ। ২০ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৬৩৪ উইকেটে অন্য এক উচ্চতায় উঠেছেন এই বাঁ হাতি স্পিনার।

 

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন