Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

টেকনাফে ও কক্সবাজার সদরে ৫ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গেজেট ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় দুই গ্রুপের গুলিবিনিময়ে রোহিঙ্গাসহ চার মাদক কারবারি নিহত হয়েছেন। মঙ্গলাবার (২৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, মাদক কারবারিদের দুই পক্ষের গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ভোরে হোয়াইক্যংয়ের হারাংখালী এলাকায় ইয়াবা কারবারিদের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময় হচ্ছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায়। পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দু’টি দেশি বন্দুক ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ইয়াবা বিক্রির টাকার ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, কক্সবাজার সদর থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের দাবি, সৈকতের ঝাউবাগান এলাকা থেকে এটি উদ্ধার করেছেন তারা। এ সময় উদ্ধার হয়েছে, ২শ’ পিস ইয়াবা।

 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন