আইপিএল এর কারণে পিছিয়ে গেলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এ বছরের জুনের ১০ তারিখে লর্ডসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। তা ৮ দিন পিছিয়ে অনুষ্ঠিত হবে ১৮ জুন।
আইপিএলের ফাইনালের সূচির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আইপিএলের সূচি এখনো চূড়ান্ত নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বরাত দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।
১৮ থেকে ২২ জুন ফাইনালের জন্য চূড়ান্ত করা হয়েছে। ২৩ জুন রিজার্ভ ডে হিসেবে থাকছে। করোনাভাইরাসের কারণে ফাইনালের দুই দলকে কোয়ারেন্টাইনে থাকতে হতে পারে। এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি ফাইনালের দুই দল।
পয়েন্ট টেবিলে লড়াই চলছে হাড্ডাহাড্ডি। তবে করোনার কারণে অনেকগুলো খেলা না হওয়াতে আইসিসি হাঁটছে ভিন্ন পথে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে জয়ের শতকরা হার ব্যবহার করা হবে। সেই হিসেবে ৭১.৭ শতাংশ জয় নিয়ে শীর্ষে আছে ভারত। এ ছাড়া নিউ জিল্যান্ডের জয় ৭০ শতাংশ, অস্ট্রেলিয়ার ৬৯.২ শতাংশ ও ইংল্যান্ডের ৬৮.৭ শতাংশ।