মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জাপা নেতা কাশেম হত‌্যা মামলার আসামী গফ্ফার বিশ্বাস আদালতে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

জাপা নেতা শেখ আবুল কা‌শেম হত‌্যা মামলার আসামী আব্দুল গফ্ফার বিশ্বাস আদালতে এসে‌ছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মামলার হা‌জিরা দি‌তে তি‌নি কোর্ট প্রাঙ্গ‌ণে আ‌সেন। জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব‌্যুনা‌লে এ মামলার স্বাক্ষ‌্য গ্রহণ হ‌বে।

১৯৯৫ সা‌লের ২৫ এ‌প্রিল স‌্যার ইকবাল রোডস্থ বেসিক ব‌্যাং‌কের সাম‌নে শেখ আবুল কা‌শেম, দেহরক্ষী ও গা‌ড়ি চালক খুন হন। ২০১৮ সা‌লে ২ আগষ্ট হাই‌কো‌র্ট ভ‌্যা‌কেট রুল প্রত‌্যাহার ক‌রে। এ আ‌দেশ ৩ জানুয়া‌রি খুলনায় পৌঁছায়।

উ‌ল্লেখ্য, আসামী আব্দুল গফ্ফার বিশ্বাস ১৯৮৮ সা‌লে খুলনা ৩ আসন থে‌কে সংসদ সদস‌্য নির্বা‌চিত হন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন