খুলনায় বন্ধকৃত ব্যক্তিমালিকানাধীন সোনালি, অ্যাজাক্স, আফিল, মহসেন, জুট স্পিনার্সসহ কলকারখানা চালু ও বকেয়া পাওনা পরিশোধসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৫ জানুয়ারি) বিকেল চারটার দিকে অ্যাজাক্স জুট মিল শ্রমিকক্লাবে শ্রমিক নেতা শহিদুল্লাহ খানের সভাপতিত্বে এক শ্রমিক জনসভা হয়।
বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. আমজাদ হোসেন, সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক, মো. সাইফুল ইসলাম, ওয়াহিদ মুরাদ, মো. বক্তিয়ার, আ. ওহাব, নিজামউদ্দিন, মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস, মো. ইমরান হোসেন প্রমূখ।
শ্রমিক জনসভা থেকে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেন নেতৃবৃন্দ। কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন, আগামী বুধবার আফিল মিল শ্রমিক ইউনিয়ন, ২৯ জানুয়ারি মহসেন জুট মিল শ্রমিক ইউনিয়ন ও ৩০ জানুয়ারি সোনালি জুট মিল শ্রমিক ইউনিয়নে মানববন্ধন সফল করার লক্ষে প্রস্তুতি সভা হবে।
খুলনা গেজেট / এআর